সাকিব আলম মামুন,রাংগামাটি জেলা প্রতিনিধিঃ”খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান”- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় রাংগামাটির লংগদু উপজেলা সদরে উপজেলা রেস্ট হাউজের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করেন লংগদু উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।
অদ্য ২১ জুন রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে লংগদু উপজেলা সদরে স্বাস্থবিধি মেনে এ বৃক্ষ রোপন কর্মসুচীর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লংগদু উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বারেক সরকার।
এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এফ.এম. শহিদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন শিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি মো. সাদেক হোসেন, সাঃ সম্পাদক মো. আনিছ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। ৭নং লংগদু ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আউয়াল হোসেন ও ৬নং মাইনীমূখ ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ ৭ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
এ কর্মসূচীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করেছি। আমাদের লক্ষ্য পূর্বে রাংগামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমের ন্যায় উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ২০০০ এর অধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এ কার্যক্রম সম্পন্ন করবো।