সাকিব আলম মামুন,রাংগামাটি জেলা প্রতিনিধিঃ”মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান”-এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কাউখালী উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ (২১ জুন) রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় কাউখালী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়েছে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশিপ্রু মারমা, সহ-সভাপতি রবিউল শিকদার, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, যুগ্ম সাঃ সম্পাদক মিঠুন কান্তি দাশ, যুগ্ম সাঃ সম্পাদক প্রিয়জিত পাল, সাংগঠনিক সম্পাদক উথাইচিং মারমা বাবু, প্রচার সম্পাদক জামসেদুল রহমান সহ কাউখালী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কাউখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি থুইশিপ্রু মারমা জানান, আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেত্রীর নির্দেশনার ধারাবাহিকতায় আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
কাউখালী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম জানান, পরিবেশ রক্ষায় শেখ হাসিনার এই আহ্বান কে আমরা স্বাগত জানাচ্ছি। সেই সাথে তিনি বলেন, শুধু ছাত্রলীগ নয় পরিবেশ রক্ষায় আমাদের সকলের গুরুত্ব অপরিসীম। তাই তিনি প্রত্যেকের বাড়ির আঙ্গিনা অথবা খালি জায়গায় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে তিনটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করার অনুরোধ জানান।
সর্বশেষ বক্তব্যে বলেন, নেত্রীর ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মুজিব বর্ষ উপলক্ষে আমাদের বৃক্ষ রোপন কর্মসূচী অব্যাহত থাকবে।