মোঃ ফিরোজ হোসাইন :
কামিল পাস করেও তিনি আজ সবজি বিক্রিতা ৷
সাধারন মধ্য বিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন তিনি নাম- মোঃ রইচ উদ্দিন প্রাং, পিতা-মোঃ মেছের আলী,সাং+পোঃ হাটকালুপাড়া, আত্রাই,নওগাঁ। ভাগ্যের কি নির্মম পরিহাস ১৯৯৮ সালে তার নিজ গ্রামের মাদ্রাসা হাটকালুপাড়া দাখিল মাদ্রসা থেকে প্রথম বিভাগে পাশ করেন দাখিল(মার্টিক) ২০০২ সালে একই গ্রামের মাদ্রসা থেকে পাস করেন আলিম(আই এ), এবং ফাজিল(বি এ)২০০৪সালে ও কামিল (এম এ)তাফসীর ২০০৬ সালে রাজশাহী ইসলামিক বিঃ বিদ্যালয় পাস করেন। পিতার অভাবি সংসারে অনেক কষ্ট করে লেখা পরার কাজ শেষ করেন তার মনের আশা ছিলো সে একজন লেকচারার হবেন, কিন্তু বর্তমান সমাজের অর্থলোভী পিশাজদের কারনে সে কোন যায়গাতে চাঁন্স পায়নি, তার প্রতিভার দিকে দৃষ্টি দিয়ে তার এলাকায় একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে লেকচারার এর দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে বেগার দেওয়া শুরু করেন কিন্তু খোদার দেওয়া পেট তো আর কারো কথা শুনেনা তাই তিনি শুরু করেন ফুটপাতে বসে তরকারি বিক্রি করতে। বলা হয় শিক্ষা জাতির মেরুদন্ড, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিবো, এটাই কি এই সমাজের শিক্ষার দাম। আজ দেশে হুহ করে শিক্ষিত বেকার বৃদ্ধি হচ্ছে। তাই এই জাতির কাছে সকলের দাবি শিক্ষার মুল্যায়ন করা হোক পরিপূর্ণ দাম দেওয়া হোক শিক্ষার ৷