নিউজ ডেস্ক: ০৩ মার্চ ২০২৫ (সোমবার): আজ ০৩ মার্চ ২০২৫ তারিখ ১০৪৫ ঘটিকায় রাজধানীর শাহ আলী থানার গড়ান চটবাড়ী, বেড়িবাঁধ সড়ক সংলগ্ন ফ্লুলাইন আর্টওয়ার্ক সেনেটারী মেটাল কারখানা (মূলত কাঁচ উৎপাদনকারী ফ্যাক্টরী)’তে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন হতে ৪টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে অগ্নি দূর্ঘটনা হতে রক্ষা করতে সহায়তা করে।
দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।