ঢাকা শুক্রবার ১৬ অক্টোবর ২০২০: বরিশালের প্রতিথযশা সাংবাদিক শাকিব বিপ্লবকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মুখ খুললেন ঘটনাস্থলে থাকা সাংবাদিক রিপন হাওলাদার। তিনি বৃহস্পতিবার (১৫ অক্টােবর) রাত ৯ টা ১২ মিনিটে ০১৭১৩৯৫৬৫৭৪ নাম্বার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নাম্বারে ফোন করে সাংবাদিক শাকিব বিপ্লবকে বরিশাল নগরীর বিবির পুকুরে পানিতে চুবানোর বিষয়টি তুলে ধরেন।
রিপন হাওলাদার বলেন, শাকিব বিপ্লবকে কেউ হত্যাচেষ্টা করেনি। একটি পত্রিকায় দু’জন বার্তা সম্পাদকের নিয়োগ এবং ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিককে নিয়ে সংবাদের জের ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এ ঘটনায় তিনি (রিপন) নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘটনার সময় আমি বিবির পুকুর পাড়ে দাঁড়ানো ছিলাম। আমি ঘটনা দেখেছি। শাকিব বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত অন্যরা এ ঘটনাটি ঘটিয়েছে। তবে সৃষ্ট ঘটনার জন্য তিনি দু:খ প্রকাশ করেন। তিনি দাবি করেন, বরিশালে সম্প্রতি সাংবাদিকদের মাঝে আধিপত্য বিস্তারকে নিয়ে চরম অনৈক্য বিরাজ করছে।
উল্লেখ্য যে, সাংবাদিক শাকিব বিপ্লব ও হিজলা-মেহেন্দিগঞ্জে ছাত্রদলের একসময়ের ক্যাডার আল মামুন দু’জন বরিশালের দৈনিক প্রথম সকাল পত্রিকায় দু’জন বার্তা সম্পাদক কাজ করার ঘটনাকে কেন্দ্র করে গত ১১ অক্টোবর রাতে ৯টার দিকে বিবিরপুকুর পাড়ে সাংবাদিক শাকিব বিপ্লবকে পানিতে চুবিয়ে হত্যা/অপদস্থের চেষ্টা চালায়। হত্যা করতে ব্যর্থ হওয়ায় চক্রটি ব্লাকমেইলের কৌশল অবলম্বন করে। অর্থাৎ শাকিব যখন পানি থেকে তীরে ওঠার চেষ্টা করে তখন একটি ভিডিও ধারণ করে চক্রের সদস্যরা। এরপরই ওই রাতেই অনলাইনে ভিডিও ছেড়ে দেয়। পাশাপাশি একই সময়ে রিপন হাওলাদার বিডিক্রাইম নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ওই ভিডিওটি আপলোড করেন। বিডিক্রাইম টোয়েন্টিফোর নামের অনলাইনে সর্বপ্রথম সাংবাদিক শাকিব বিপ্লবকে হত্যাচেষ্টাকারীদের মধ্যে অন্যতম রিপন হাওলাদার ভিডিও আপলোড করেন। এবং ভিডিও আপলোড করে লেখা হয়, নগরীর পুলাশপুর এলাকার ছালেহা(ছদ্মনাম) বিবিরপুর পাড়ে ঘুরতে আসেন। তাকে দেখে শাকিব বিপ্লব নামের এক যুবক ওই মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর ভূক্তভোগী তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে ডেকে নিয়ে আসেন। স্বজনরা যুবককে জিজ্ঞাসা করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মেয়েটির পরিবার ওই যুবককে গণধোলাই দিয়ে বিবির পুকুরে ফেলে দেন। এহেন চরম নিন্দনীয় বর্বর ঘটনার ভিডিওচিত্র ফেসবুক ও অনলাইন এবং কিছু পত্রিকায় প্রকাশ করা হয়।
সাংবাদিক শাকিব বিপ্লবের ওপর পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ চক্রের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি প্রশাসনসহ সরকারের দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানের নিকট দাবি তোলেন।
বিএমএসএফের কেন্দ্রিয় সাধারন সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, দ্রুত এই বিষয়টি সমাধানের জন্য বরিশালের দায়িত্ববোধ সম্পন্ন সিনিয়র সাংবাদিকদের সুরাহায় এগিয়ে আসা উচিত। নয়তো সাংবাদিকদের মাঝে ক্ষোভের মাত্রা বেড়ে চরম অনৈক্য সৃষ্টি হতে পারে।