আরিফুল হক,লালমনিরহাট : পাটগ্রাম বাইপাশ থেকে ছিনতাই হওয়া গাড়িটি প্রশাসনিক হস্তক্ষেপ চায় জনগন।
অপরাধীদের যথাযথ শাস্তি কামনা করছেন সকল শ্রেনী জনতা।স্থানীয় ভাবে মিমাংসা হলে অপরাধ প্রবনতা বেড়ে যাবে অনেকের দাবী।দেড়বছর আগে ছিনতাইকৃত (এ্যাপাসি আর টি আর)১৬০ মডেলের মটরসাইকেলটি প্রশাসনের চাপে অবশেষে আজ ফেরত দিলেন কৃষি ব্যাংকার ফরিদুল ইসলাম ও তার ছেলে মহসিনউল বারী।গাড়ীটি ছিনতাই করে তারা জলঢাকায় এতদিন লুকিয়ে রাখে।প্রশাসনের আলটিমেটাম পেয়ে ব্যাংকার ফরিদুল পাটগ্রাম সকল (বাটপার নেতাদের)কাছে ফায়দা না পেয়ে পাটগ্রাম পৌরসভা কার্যলয়ে জমা দেন।
যেহেতু থানায় গাড়ীর মালিক জাহাঙ্গীর আলম মিঠুর মামলা রয়েছে সেহেতু পাটগ্রাম থানা জমা হলোনা কেন?জনগন জানতে চায়।স্থানীয় ভাবে মিসাংসা মেনে নিবেনা বাদীপক্ষ।মামলাটি রুজু করে অপরাধীদের শাস্তি কামনা করছেন বাদপক্ষ।বিভিন্ন ভাবে ফরিদুলের প্রলোভনে পরে বিভিন্ন রাজনীতিক নেতা হুমকি প্রদান করছে বলে বাদীপক্ষের দাবী।মিমাংসা করার জন্য মেয়রকে চাপ দেয়া হচ্ছে এমনটা ভাবছে সমাজের অনেক মহল।
আলোচনা তুঙ্গে সর্বস্তরে জনতায়।সাংবাদিক মহলের চোখ পাটগ্রাম থানার ভুমিকা কি তা দেখার অপেক্ষায়।