বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে শহীদুল ইসলাম পাইলট (সমকাল) আহবায়ক এবং আহমেদ আবু জাফরকে (আধুনিক বাংলা) সদস্য সচিব করা হয়। গত পহেলা নভেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় মেয়াদ উত্তীর্ন কমিটি ভেঙ্গে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। আসন্ন চতুর্থ জাতীয় কাউন্সিল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন। সোমবার ৯ নভেম্বর বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন।
আহবায়ক কমিটির সম্মানিত সদস্যরা হলেন আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি পটুয়াখালী), কাজী মিরাজ মাহমুদ (আজকের পরিবর্তন বরিশাল), মোফাজ্জল হোসেন (ভোরের পাতা নওগাঁ), আকরাম হোসেন (বিজয়টিভি বিরামপুর), নাজমা সুলতানা নীলা (পিপলস টাইমস ঢাকা), শাহ আলম শাহী (চ্যানেল আই দিনাজপুর), মোশারফ হোসেন নীলু (এসটিভি বাংলা নরসিংদি), নূর আলম (মানবকন্ঠ নীলফামারী), শহীদুল ইসলাম (যায়যায়দিন কালকিনি), জহিরুল ইসলাম জাহাংগীর (সমকাল দাগনভুইয়া), আফজাল হোসেন (এনটিভি ভোলা), হামিদ খান (একুশের বাণী গাজীপুর), মিজানুর রহমান মিলন (আজ কালেরকন্ঠ ঢাকা), মানিক ভূইয়া (এশিয়ান টিভি নোয়াখালী), সৈয়দ খায়রুল আলম (ডেইলী ইন্ডাষ্ট্রি),মোহাম্মদ আলী সুমন (আইবিএন ঢাকা), মিজানুর রহমান (আইএনবি), আলম পলাশ (প্রথম আলো চাঁদপুর), মাজনুন মাসুদ (লাইভ নিউজ গাজীপুর), মোনালিসা মৌ (আজকের খবর ঢাকা), হুসাইন আহমেদ কবির (ভোরেরপাতা মুকসুদপুর), আরমান খান জয় (গোপালগঞ্জ), মো: খায়ের (বিজয় টিভি শিবচর), এমএম আকরাম হোসাইন( আনন্দ টিভি ও বিএমএসএফ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী), রেজাউল করিম মানিক (বাংলাদেশ প্রতিদিন রংপুর), এমডি রিয়াজ হোসাইন (বাংলাদেশ প্রতিদিন প্রবাসী শাখাসমুহের প্রতিনিধি ইতালী), জুয়েল খন্দকার (সংবাদ টিভি মালদ্বীপ), স্বপন মজুমদার (জয়যাত্রা টিভি বাহরাইন), মিজান উর রশিদ মিজান (আলোকিত উখিয়া কক্সবাজার) আব্দুল হাকিম রানা (কালেরকন্ঠ পটিয়া) ও সোহেল সরদার (আমাদের কন্ঠ ভান্ডারিয়া)
শারমিন সুলতানা মিতু (সরেজমিন বার্তা গাজীপুর), আজমীর হোসেন তালুকদার (একুশে টিভি ঝালকাঠি), সোহাগ আরেফিন ( অন্যদিগন্ত চট্টগ্রাম) , নান্টু লাল দাস (ডেইলী ইন্ডাষ্ট্রি ঢাকা), এমএ আকরাম (নয়াদিগন্ত বোরহানউদ্দিন), ইকবাল হোসেন (ইত্তেফাক দ্বেবিদার), কাজী সালাহ উদ্দিন নোমান (বর্তমান সময় ফেনী), আসাদুজ্জামান সাজু (মানবকন্ঠ লালমনিরহাট), এসএম জীবন (দৈনিক মাতৃজগৎ ঢাকা), কবির নেওয়াজ রাজ (মানুষের কল্যানে প্রতিদিন ঢাকা), মাসুম তালুকদার (স্বাধীনবাংলা ঢাকা), আলী হোসেন (গ্রীণ টিভি আশুলিয়া), কাইছার ইকবাল চৌধুরী (ইনফোবাংলা চট্টগ্রাম), হাসনাত তুহিন (সিএস টিভি ফেনী), আবু বকর তালুকদার (বাংলাদেশের আলো ঢাকা)।
উল্লেখ্য, মফস্বল সাংবাদিকদের সর্ববৃহৎ এ সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর তিনটি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এ কমিটি গঠন করা হয়েছে। আগামি জাতীয় কাউন্সিলে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন পরবর্তীকালে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামি ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে বিগত কমিটির সদস্যদের বকেয়া ফি প্রদানপূর্বক সদস্যপদ নবায়নের জন্য বিএমএসএফের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মেয়াদ উত্তীর্ন জেলা-উপজেলা শাখাসমুহকে আগামি ১০ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে অনুরোধ জানানো হয়। মেয়াদ উত্তীর্ন কমিটির কোন নেতৃবৃন্দ কেন্দ্রীয় কাউন্সিলে অংশগ্রহনের অযোগ্য বিবেচিত হবেন।
বিগত কমিটির বিজ্ঞ আইন সম্পাদকবৃন্দ যথাক্রমে এডভোকেট কাওসার হোসাইন, এডভোকেট আওলাদ হোসেন ও এডভোকেট খায়ের উদ্দিন সিকদারকে কমিটিতে সংযুক্ত রাখা হয়েছে।