বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় দৈনিক উত্তরপূর্ব কার্যালয়ে বিএমএসএফ’র জেলা সমন্বয়কারী কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের ফখরুল ইসলামের স্বাগত বক্তব্যে মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রকৃত সাংবাকিদের সংগঠন যুক্ত করতে হবে। সাংবাদিকতার নীতি নৈতিকতা সর্ম্পকে ধারণা থাকতে হবে এ পেশায় কাজ করতে হলে। যতই নির্যাতন হোক হাল ছেড়ে দিলে চলবে না। নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। দেশের যেখানেই সাংবাদিক নির্যাতন হবে সেই স্থানে প্রতিরোধ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করবো। আমাদের পেশাগত জীবনের নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই।
নেতৃবৃন্দ তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনের ওপর হামালার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বালু সন্ত্রাসীদের লোমহর্ষক নির্যাতনের ঘটনায় সিলেটের সাংবাদিকদের ন্যায় সারাদেশের এক সাথে প্রতিবাদ গড়ে তুলতে আহবান জানান। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, কবির নেওয়াজ রাজ, ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার পিন্টু,
দৈনিক উত্তরপূর্বের হিসাব বিভাগের প্রধান জামাল আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, নিজস্ব প্রতিবেদক বাপ্পা মৈত্র, আবদুল্লা আল মাসুদ, প্রধান আলোকচিত্রী শংকর দাস, আলোকচিত্রী নুরুল ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, সার্কুলেশন ম্যানেজার সাগর তালুকদার, কম্পিউটার বিভাগের ইনচার্জ অমিত দাস শিবু, কম্পিউটার এ আর বাবলু, অফিস সহায়ক মাসুদ আহমদ, মো. সাগর।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোসন আলী, সাধারণ সম্পাদক, আবিদ উদ্দিন নিজাম, সাংগঠনিক সম্পাদক কবি এস.পি সেবু, সহ-সভপতি এড. দুলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক, আলতাব হোসেন।
নেতৃ্ৃবৃন্দ নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেনের ঘটনা সরেজমিন তদন্ত শেষে ফেরার পথে মতবিনিময় করেন।