লিয়াকত :রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশনায় কাজ করে যাচ্ছে আরএমপি পুলিশ।
এরই ধারবাহিকতায় আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার এসআই/মোঃ সাহাদত আলী ও সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময়, বোয়ালিয়া মডেল থানার শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকা হতে ১২,০০,০০০ (বার লক্ষ) টাকা মূল্যের ০২ টি স্বর্ণের বার সহ ০২ জনকে আটক করে।
আটককৃত আসামীরা হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর থানার মহারাজনগর গ্রামের মোঃ আলফাজ উদ্দিন এর ছেলে মোঃ টিপু সুলতান (৩৫) ও আলিম নগর গ্রামের মৃত বদিউল আলম এর ছেলে মোঃ জামাল উদ্দিন (২৮)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।