বলিউড বাদশা শাহরুখ খান শুধু উপমহাদেশ নয়, গোটা বিশ্বের অন্যতম খ্যাতনামা অভিনেতা। তার ভক্তরা ছড়িয়ে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
আর এই অভিনেতাকেই নাকি ছাপিয়ে গেছেন ভারতের তরুণী অভিনেত্রী জান্নাত জুবাইর।
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে।
তবে সেটা সামাজিকমাধ্যমে। ইনস্টাগ্রাম ফলোয়ার্সের নিরিখে শাহরুখকে টপকে গেছেন হিচকি খ্যাত এই অভিনেত্রী।
বর্তমানে ইনস্টাগ্রামে শাহরুখ খানের ফলোয়ার্স সংখ্যা ৪৭ দশমিক ৭ মিলিয়ন। আর জান্নাত জুবাইরের ক্ষেত্রে সেই সংখ্যা ৪৯ দশমিক ৭ মিলিয়ন।
মানে ২ মিলিয়ন (২০ লাখের) বেশি ফলোয়ার্স তার।
ভাবছেন কে এই জান্নাত জুবাইর? তিনি চাইল্ড আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। একাধিক সিরিয়াল, সিনেমায় কাজ করেছেন। এখন একাধিক সামাজিকমাধ্যমে কনটেন্টেও দেখা যায় তাকে। কাজ করেছেন হিচকি, তু আশিকির মতো সিনেমায়।
অন্যদিকে, শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে কিং সিনেমায়। এতে তার সঙ্গে থাকবেন তার মেয়ে সুহানা খান। থাকবেন যিশু সেনগুপ্তও। অভিনেতাকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।