Lily Jesmin
কিছু কথা, কিছু ব্যাথা এই স্মৃতিময় ক্ষন
মনে পড়বে কি তোমার?
যেদিন আমি হারিয়ে যাবো
আর থাকবোনা তোমার আনন্দ মুখর দিন গুলিতে
এই আশা ভরা জীবন তোমারই হৃদয়মাঝে
রেখে যাবো আমার ছোট্ট হৃদয় খানি।
আমার ছোঁয়া প্রতি ক্ষনে প্রতিটি মুহূর্তে
মনে পড়বে তোমার হৃদয়ের মাঝে
ছুঁয়ে ছিলাম মায়াময় সাজে।
মনের ডায়েরিতে লিখেছিলাম তোমার প্রেমের কবিতা
যে কবিতা হবেনা হয়তো লেখা, কখনো কোন বইয়ের পাতায়
সে কবিতা লেখা রবে শুধুই দুজনের প্রেমময় ভাবনায়।
মনে পড়বে কি তোমার?
সেই সে স্মৃতিময় মায়াবী শুভক্ষণ
যে ক্ষণে ছিলাম তুমি আমি দু’জনে
মায়াভরা আহ্বানে আদর ছোঁয়ার বন্ধনে।
হঠাৎ যদি কখনো কোন কারণে
আচমকা ঝড় ওঠে দুজনের ভাবনার মাঝখানে
সব বাঁধা অতিক্রম করে, হয়তো থাকবো আমি তোমার পাশে
নয়তো থাকবো না, তোমার কোন খানেই
ঝরে যাওয়া ফুলের মত, চিরতরে ঝরে যাবো
তোমার জীবন থেকে।
বলো!
সেদিন কি মনে পড়বে তোমার,
এই অগোছালো আমাকে?