দক্ষিণ পূর্ব রেলওয়ে নয়া উদ্দোগ,মাক্স বিহীন যাত্রীদের মাক্স পরিয়ে দিচ্ছেন রেল পুলিশ।গত কাল থেকে ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে ঘোষণা করা হয়েছে বিনা মাক্স এ রেল ভ্রমণ করতে পারবেন না।যদি কেউ করে তাকে পাঁচ শত টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে মাক্স বিহীন যাত্রীদের রেলওয়ে স্টেশন উঠতে দিচ্ছে না বিনা মাক্স এ। এদিন সকাল থেকে শিয়ালদহ স্টেশন ও হাওড়া থেকে শুরু করে প্রতিটি ইস্টাশনে নাকা চেকিং চালিয়ে যাচ্ছে মাক্স বিহীন যাত্রীদের বিরুদ্ধে। কোথাও কোথাও রেল পরিষেবা পুলিশ যাত্রীদের মাক্স পরিয়ে দিচ্ছেন। কোথাও অবাধ্য যাত্রীদের মাক্স না পরার দরুন পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে। কোরোনা ভাইরাস আক্রান্ত মুক্ত রেলওয়ে পরিসেবা খুলে দিয়েছে ভারতীয় পূর্ব রেলওয়ে। সেই সঙ্গে রেলওয়ে পরিসেবা দাতা রেলওয়ে কর্মচারীদের কোরোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে কি না তা পরিক্ষা নিরিক্ষা করিয়ে তবে কাজ করতে দেওয়া হচ্ছে। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ শাখায় শিয়ালদহ স্টেশন থেকে বারুইপুর ইস্টাশন যাওয়া যাত্রীদের মাক্স পরিয়ে দিচ্ছেন বারুইপুর রেলওয়ে পরিসেবা পুলিশ।অথাৎ বারুইপুর জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।। কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।