লিয়াকত: রাজশাহী মহানগরীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর (সিটি হাসপাতাল সংলগ্ন) গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মোঃ সাফি উদ্দিন (৩৩)।
ঘটনা সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি বিক্রয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বড় ভাই উজ্জল শেখ ও ছোট ভাই সাফির মধ্যে দ্বন্দ তৈরি হয়। এই ঘটনার জের ধরে গত ০৩ এপ্রিল ২০২১ সকাল ১১.২০ টায় বড় ভাই উজ্জল শেখ বোয়ালিয়া থানার রানীনগর (সিটি হাসপাতাল) এলাকায় অবস্থিত ছোট ভাই সাফির বাড়ীর গলি রাস্তার দিয়ে যাওয়ার সময় ছোট ভাই সাফি দ্বিতীয় তলা হতে বড় ভাই উজ্জল শেখকে হত্যার উদ্দেশ্যে মাথার উপর ইট ফেলে গুরুত্বর আহত করে। বড় ভাই উজ্জল শেখ গুরু্ত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদফা চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ এপ্রিল ২০২১ বিকেল ৩.৩০ টায় মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ গোলাম মোস্তফা তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ১৯ এপ্রিল ২০২১ রাত ০৮.৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে আসামীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।