হাজীয়া বেবী বিন্তে বাছেদঃচলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রামে ইউনিয়ন স্বপ্ন জয়ী সংগঠনের নামে নিজ ও প্রবাসী দের অর্থায়নে। এলাকার ২০০জন অসহায় জনসাধারণের বাড়ি বাড়ি ও দুটি মাদ্রাসায় গিয়ে ইফতার বিতরণ। করেছে। এ ব্যাপারে স্বপ্ন জয়ী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ বলেন। শ্যামগ্রামে আমরা কয়েকজন বন্ধুরা মিলে অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে আসছি । ইফতার বিতরণ এর সময় সংগঠনের সদস্য , সাইফুল ইসলাম হাসান, শাহরিয়ার নাফিস, মোঃ তুহিন, আব্দুর রহিম, মেহেদী হাসান মাহির, রায়হান আহমেদ, নাহিম চৌধুরি আরিফ,কাজী জিসান, মোঃ আল আমিন, সাইফুল ইসলাম সোহান, আশিকুল বারী পিয়াস,সাদেক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।