ভারতের কেরালায় ভারী বর্ষণ ও পাহাড় ধসে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আর বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। কেরালা রাজ্যের দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর এ খবর নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএনআই এর।
দেশটির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে, ধসের জেরে ইদুক্কিতে ১০ জন, মালাপ্পুরমে সাত জন, কান্নুরে দুই জন ও ওয়াইনাদে একজনের মৃত্যু হয়েছে। ইদুক্কির আদিমালি শহরে মারা গেছেন একই পরিবারের পাঁচ জন। ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পানির স্তর স্বাভাবিকের চেয়ে বেড়ে ১৬৯.৯৫ মিটার উঠে গেলে ইদামালায়র বাঁধ থেকে ৬০০ কিউসেক পানি ছাড়া হয়। এরপর সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। এরই মধ্যে উত্তর কেরালার জন্য খাদ্য সাহায্য চাওয়া হয়েছে।
রাজ্যের বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।