আই এস আই মদতপুষ্ট জঙ্গি হামলা আটকাতে আগাম সতর্কবার্তা এন আই এ এর। বহু দিন ধরে ভারতের সাথে সামনাসামনি লড়াইয়ে অংশ গ্রহণ না করে পিছন থেকে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পাকিস্তান ও তার মদতপুষ্ট গোয়েন্দা সংস্থা আই এস আই ও তার মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ, জয়িশী মহম্মদ ও হরকুতুল ইসলাম, লস্কর ই তৈয়বা সহ কিছু পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে নকশাতার কাজ ও জঙ্গি হামলা চালাবার আগেই ভারতের গোয়েন্দা সংস্থা আই এন এ আগাম সতর্কবার্তার দরুন উত্তর প্রদেশের স্পেশাল ফোর্সের হাতে, এবং পশ্চিম বাংলার কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সের হাতে ধরা পড়ে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের কিছু সদস্য। এদের মধ্যে আবার বাংলাদেশের জঙ্গি সংগঠন জে এম বি র সদস্যরা আছেন। তাদের জেরা করে বহু তথ্য সংগ্রহ করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা আই এন এ আগাম সতর্কবার্তার জারি করেছে যে ভারতের দূরপাল্লার ট্রেন ও ভীড় জনিত বাসট্রামিনালে নাশকতা মূলক জঙ্গি হামলা চালাতে পারে আই এস আই মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন সদস্যরা তাই বেছে নিয়েছেন পারিপায়ারী শ্রমিক এর কাজ। তাদের মিশে গিয়ে নাশকতা মূলক কাজ করতে সুবিধা হবে বলে মনে করেন ভারতের গোয়েন্দা সংস্থা। তাই এই সব এলাকার মানুষ জনের উপর নজরদারি করতে নিদের্শ দিয়েছেন। সেই সঙ্গে ভারতের পাঞ্জাব ও রাজস্থান ও দিল্লি এবং উত্তরপ্রদেশ এবং বিহার এবং মহারাষ্ট্র ও গুজরাট ও পশ্চিম বাংলার স্পেশাল ফোর্সের কর্মকর্তাদের আগাম সতর্কবার্তার জারি করা হয়েছে। সেই সঙ্গে নদী বন্দর ও বিমান বন্দর উপর খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ভারতের সীমান্ত এলাকার প্রতিটি থানা পুলিশ এলাকা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।