মোঃ রাজীব হোসেন:বরকল উপজেলার নির্বাহী অফিসার মোঃ জুয়েল রানা এর নির্দেশনায় করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ও নির্দিষ্ট দূরত্ব নিশ্চয়তার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টা চালানো হয় সুবলং বাজারে। কোরবানি খুব কাছে হওয়ায় আজ সাপ্তাহিক বাজারে প্রচুর গরু ছাগল উঠে এবং বাজর ও জমে জমজমাট বাজারের শুরু থেকেই সুবলং ইউনিয়ন চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় প্রশাসনিক সহায়তা নিয়ে মাঠে নামেন স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীদের কাজ ছিলো সচেতনতা মুলক মাইকিং, মাস্ক বিতরন, মাস্ক এর সঠিক ব্যবহার নিশ্চিত করণ, ও নির্দিষ্ট দূরত্ব নিশ্চয়তা করা ইত্যাদি। এতে অংশ গ্রহণ করেন রেডক্রিসেন্ট, স্কাউট ও স্বপ্নবুনন টিমের প্রায় পনেরো সদস্যের একটি বিশেষ টিম।
সুবলং ইউনিয়ন চেয়ারম্যান বলেন স্বেচ্ছাসেবীদের এমন কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে দেশের ক্রান্তিলগ্নে যুব সমাজ বিশেষ ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। তবে এদের যেকোনো কার্যক্রমে আমার সাহায্য থাকবে আপনারা সমাজের সঠিক কাজগুলো করে যান।
এসময়ে স্বপ্নবুনন, রেডক্রিসেন্ট ও স্কাউট এর প্রধাণরা বলেন আমরা বকরল উপজেলা প্রশাসনের নির্দেশনায় সার্বক্ষণিক ভাবে সব পরিস্থিতিতে কাজ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।