কেন ❓
✍এম এস আই টুটুল✍
কেন এমন হয় ?
মিথ্যার কাছে সত্যের
নির্মম পরাজয়।
কেন এমন হয় ?
দূর্বল যেথা প্রতিবাদী
সবলের চোখে ভয়।
কেন এমন হয় ?
মূর্খের অধিনে ক্ষমতা
শিক্ষিতের বিপর্যয়।
কেন এমন হয় ?
যখন দরিদ্রের মহানুভবতা
ধোনিরা নির্দয়।
কেন এমন হয় ?
সম্মানী-রা অসম্মানিত
অপদার্থ মহাশয়।
কেন এমন হয় ?
শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ
নৈতিক অবক্ষয়।
কেন এমন হয় ?
মজলুম চির পরাজিত
দূর্বৃত্তের জয়।
কেন এমন হয় ?
আছে অর্থ বিত্ত প্রাচুর্য
ভোগে সংকীর্ণতায়।
কেন এমন হয় ?
অধর্মের আজ অগ্রগতি
ধর্মের দেখি ক্ষয়।
কেন এমন হয় ?