মোঃ রাজীব হোসেনঃ
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ চার মাস পড়ে ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয় মাছ ধরা। প্রতি বছর হ্রদটিতে কার্প জাতীয় মাছ বৃদ্ধি ও পোনা অবমুক্ত করার লক্ষ্যে ১লা মে থেকে ৩১শে জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু এবছরে সময় মতো হ্রদে পানি না হওয়ায় তিন বারে সময় পরিবর্তন করে চার মাস পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়।
দীর্ঘদিন আলসে দিন কাটাবার পড়ে বেশ মনোযগী হয়েই মাছ আরোহনে ব্যাস্ত হয়ে হ্রদে জাল মারেন জেলেরা। গতকাল রাতে বরকল উপজেলার আওতাধীন ইসলামপুর গ্রামে মোঃ আমজাদ আলীর কেস্কি জালে ২৬ কেজি ওজনের এক কাতালা ধরা পড়ছে, এতে খুব খুশি জেলেরা।
নৌকার মাঝি বলেন ছোট মাছের পাশাপাশি যদি হঠাতে এমন বড় মাছ পাওয়া যায় এতে জেলেদেন মাঝে এক বাড়তি আনন্দ ও উচ্ছাস কাজ করে যা জাল মারায় মনোবল বাড়ায়।