কড়া নিরাপত্তার মধ্যে আজ দেবী দুর্গার নিরান্জ্জন পরবর্তী শেষ হতে চলেছে মা গঙ্গার ঘাটে।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গত কয়েক দিন ধরে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা দেশে মা দেবী দুর্গার পূজা শুরু হয়ে ছিল। মাতা দুর্গা কৈলাশ থেকে নেমে মত্যে এসেছিলেন বাপের বাড়ি। সঙ্গে নিয়ে এসেছিলেন দুই পুত্র শ্রী শ্রী গনেশ এবং শ্রী শ্রী কার্তিক কে এবং দুই মেয়ে দেবী স্বরস্বতী ও দেবী লক্ষী মাতা কে। মাতা দেবী দুর্গার পূজা আরাধনা শেষ হয়ে যাওয়ার পর দেবী ফের স্বামীর কাছে কৈলাস উদ্দেশ্যে যাত্রা করেন। আজ দেবী দুর্গার নিরান্জ্জন পরবর্তী কাজ শেষ করতে শুরু করছে বিভিন্ন পূজা কমিটি। আজ কলকাতার গঙ্গার তীরে জেসপ ঘাট ও আউট ড্রাম ঘাট, মল্লিক ঘাট সহ বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। যাতে পরিবেশ দূষণের শিকার না হয় গঙ্গার জল তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । গঙ্গার তীরে বসানো হয়েছে সিসিসি টিভি এবং সাধা পোশাকের পুলিশ । গঙ্গার জলের মধ্যে পড়া মাত্র প্রতিমার সরঞ্জাম ও বাশ খুটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু মানুষ কে কাছে লাগিয়েছে কলকাতা পৌরসংস্থা। পুলিশ পাহারা দিচ্ছে মোড়ে মোড়ে। গঙ্গার তীরে প্রতিমা বিসর্জনের কাজ তদারকি করছেন ডি জি জল শ্রী মৈনাক মুখোপাধ্যায় আই পি এস সহ কলকাতা পুলিশের বিভিন্ন থানার অফিসারা।।