হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় আইন শৃংখলা বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ অক্টোবর-২১)বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আইন-শৃঙ্খলার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান, কালিগঞ্জ থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরিফা খাতুন, ইসলামী ফাউন্ডেশনের উপজেলার সুপারভাইজার আবু ইউসুফ, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান ,কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ প্রমূখ। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন এসময় বলেন কালিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব অতি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আসন্ন কালিপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলায় আইন-শৃংখলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং আইন শৃঙ্খলা বিনষ্ট করতে একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। সে বিষয়ে সকলকে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন কোন বিবেকবান মানুষ সে মুসলমান হোক বা হিন্দু হোক ধর্মকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারনা। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং আমরা যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান আছি সেটাকে বজায় রাখতে হবে। কালিগঞ্জ উপজেলা হবে একটি মডেল ও আদর্শ উপজেলা।