কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে জিতেছে প্রবীণ আইনজীবী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী অরুনব ঘোষ। কলকাতা বার এসোসিয়েশনের নির্বাচনে বিজেপি ও তৃনমূল দলের আইনজীবীদের হারিয়ে বিপুল সংখ্যক ভোট পেয়ে কলকাতা হাইকোর্টের বারের সভাপতি জিতে আসলেন। গতকাল সারাদিন টান টান উত্তেজনা মধ্যে দিয়ে ভোট পরবো শেষ হয়। এবং রাতে ভোট গননার পর দেখা যায়, যে কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের সদস্যরা প্রায় সকলেই এই প্রবীণ আইনজীবী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী অরুনব ঘোষ কে বিপুল পরিমাণ ভোট দিয়ে জিতিয়ে দেন। এই ভোট এর পর দেখা যায় বিজেপি দ্বিতীয় ও পশ্চিম বাংলার চালিকাশক্তি তৃনমূল দলের আইনজীবী তৃতীয় স্থান অধিকার করেন। এবং সভাপতি হিসেবে জয়ী হন শ্রী অরুনব ঘোষ। এই জয়ে পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।