ফরিদুল কবির, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিক আল সারাহ’র উপস্হাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য আছে। বর্তমানে কৃষিকাজে পুরুষের পাশাপাশি এগিয়ে এসেছে নারীরা। তারা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। ফসলের ক্ষেতে ধানের বীজ বপন করা থেকে শুরু করে সার দেওয়া, আগাছা দমন, কীটনাশক ছিটানো, ধান কেটে ঘরে তোলাসহ সব কাজই নারীরা করছে। এখন থেকে ১ ইঞ্চি জায়গা ফাঁকা না রেখে মাছ চাষের পাশাপাশি ঘেরের ভেঁড়িতে সবজি চাষ এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে কৃষিতে আরও সাফল্য আনা সম্ভব হবে। ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৩৫ জন কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জলাবদ্ধতায় বার বার ফসলের ক্ষতির কথা তুলে ধরে দ্রুত সরকারী খালগুলো দখলমুক্ত ও পুনর্খননের দাবি জানান কৃষকরা।