কলকাতা পৌরসভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের হাত কে শক্তিশালী করার ডাক দিলেন নেপাল মাহাতো। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আসন্ন কলকাতা পৌরসভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীদের বিজয়ী করার ডাক দিলেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী নেপাল মাহাতো। তিনি কলকাতার সার্বিক উন্নয়ন ও দুর্নীতি মুক্ত সচ্ছ জনসাধারণের জন্য পৌরসভা প্রতিষ্ঠিত করতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীদের জেতা বার জন্য অনুরোধ করেন। তার দাবি তৃনমূল সরকারের আমলে কলকাতা পৌরসভার ঝড়বৃষ্টি হলে ঘন্টার পর ঘণ্টা জল দাড়িয়ে যায়। সাধারণত মানুষের পরিষেবা দিতে অক্ষম তৃনমূল দলের নেতৃত্ব গঠন করা কলকাতা পৌরসভা। এবং দুর্নীতি তে ভরে ওঠেছে পৌরসভার প্রশাসন। এবং কলকাতার পৌরসভার প্রায়, ২৮,হাজার, খালি পদ পড়ে আছে। পৌরসভার ইস্কুলে প্রায় দুই বছর মিডডে মিল বন্ধ। বন্ধ হয়ে আছে কলকাতার পৌরসভার উন্নয়ন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালে প্রতিশ্রুতি দেন যে কলকাতার শহর কে লন্ডন বানিয়ে দেবার। কিন্তু লন্ডন তো দূরের কথা কলকাতার পৌরসভার ওলিতে গলিতে ময়লার আবর্জনা স্তূপ ভরে ওঠে। যা দেখে লন্ডন থেকে আসা মানুষ লজ্জায় মাথা হেট হয়ে যাবে। তিনি বলেন তৃনমূল দলের সাথে গোপন সম্পর্ক স্থাপন করে চলেছে বিজেপি। তার উদাহরণ স্বরূপ তুলে ধরেন ভারতের কয়লা পাচার কান্ডের মূল নায়ক শ্রী বিনয় মিশ্রের দেশ ত্যাগ। তিনি বলেন কি করে শ্রী বিনয় মিশ্র দেশ ত্যাগ করে বিদেশে পালালেন। এবং তাকে যাওয়ার জন্য কে ছাড়পত্র দিলেন। সেই সঙ্গে তিনি বলেন ভারতের লোক সভায় যখন বিরোধী দলের সদস্যরা সরকার পক্ষ কে চেপে ধরেন। ঠিক সেই সময় তৃনমূল দলের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সকাশে গিয়ে সরকার কে সাহায্য করতে সাহায্য কথা বলেন। এখানে বোঝা যায় কারা প্রকৃত বিজেপি র হয়ে কাজ করেন। তাই কলকাতার পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা তাদের বিজয়ী করে দুর্নীতি মুক্ত পৌরসভা প্রতিষ্ঠিত করতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার পৌরসভার বিভিন্ন ওয়াডের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা।।