মোঃ শামীম আহমেদ জেলা প্রতিনিধি পটুয়াখালী।
চলে গেলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আইনজীবী নেতা, বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালীীর কৃতি সন্তান এডভোকেট পরিমল চন্দ্র গুহ ( পি. সি. গুহ)। আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ফাইন্যান্স কমিটি ও হাউজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি ১৯৭৮ সালের ২৮ জানুয়ারী বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে ঢাকা জজকোর্টে আইনপেশা শুরু করেন এবং ১৯৮০ সালের ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
আমি তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার শান্তি কামনা করছি।