মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

দুমকিতে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

দুমকিতে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

 

মোঃ শামীমঃ

এসআই (নিঃ)/ মো: কামরুল ইসলাম , সঙ্গীয় এসআই /সঞ্জীব কুমার, এসআই/উত্তম কুমার, এসআই/ সাকায়েত হোসেন, এএসআই/ রুবেল সহ দুমকি থানাধীন ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ টোল প্লাজার উত্তর পাশে চেকপোস্ট করাকালে আসামি ১।মোঃ আনোয়ার হোসেন মৃধা(৩৭), পিতা-মৃত সেকান্দার মৃধা, গ্রাম – কাছিপাড়া ২নং ওয়ার্ড , থানা- বাউফল, জেলা-পটুয়াখালী এর দখল হইতে একটি নীল প্লাস্টিকের বায়ুরোধক জিপারের ব্যাগে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উল্লেখিত আসামিকে উক্ত ইয়াবা ট্যাবলেট আসামি ২। মোঃ সোহাগ রানা (৩২), পিতা- মোঃ আলমগীর হাওলাদার, গ্রাম- কালাইয়া ২ নং ওয়ার্ড, থানা- বাউফল ,জেলা- পটুয়াখালী এর নিকট দিবেন। পরবর্তীতে ১নং আসামীর তথ্য ও দেখানো মতে ২ নং আসামী কে চরগরবদী ফেরিঘাট হইতে ধৃত করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com