সরকার পক্ষকে না জানিয়ে পশ্চিম বাংলার বিধান সভার অধিবেশন বন্ধ ঘোষণা করলেন রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়।।
শীতকালীন অধিবেশন শেষ হতে না হতেই পশ্চিম বাংলার সাঙবিধানিক প্রধান হিসেবে, ১৭৪,ধারা, প্রয়োগ করে পশ্চিম বাংলার বিধান সভা বন্ধ করে দিলেন রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়। তার সাথে পশ্চিম বাংলার সরকারের দীর্ঘদিন ধরে সাঙবিধানিক আইনের লড়াই শুরু হয়েছে। কারণ ভারতের সাঙবিধানিনে পরিস্কার ভাবে বলা হয়েছে যে কেন্দ্রের অন্তর্গত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু করতে হলে তখনই অবশ্যই ভারতের রাষ্ট্রপতি ও ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা শুরু করতে হলে সেই রাজ্যের রাজ্যপাল কে আগে থেকেই নোটিশ দিতে হবে কেন্দ্রীয় সরকার পক্ষে লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষ কে। এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দিতে সেই রাজ্যের সরকার পক্ষে বিধান সভার অধ্যক্ষের। এটাই রীতি ও আইন। কিন্তু সম্পত্তি কালে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধান সভার অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জী সাথে মনোমালিন্য না হওয়ার কারণে আজ ১২,ই, ফেব্রুয়ারি থেকে পশ্চিম বাংলার বিধান সভার অধিবেশন বন্ধ করার জন্য সাক্ষর করেন। এবং আইন অনুসারে আজ থেকে বিধান সভার অধিবেশন বন্ধ থাকবে পরবর্তী রাজভবন থেকে নোটিশ প্রদান না করা পযন্ত। গত ২০২১,সালের, পর থেকে পশ্চিম বাংলার দুই টি অধিবেশন বসেছে বিধান সভায়। একটি বাজেট অধিবেশন ছিল। এবং এবার ছিল শীতকালীন অধিবেশন। আগামী দিনে বাজেট অধিবেশন কি হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।।