বৃহস্পতিবার, ০৭ Jul ২০২২, ০৮:৪০ অপরাহ্ন
এডভোকেট নাজমুল হাসানঃ বার কাউন্সিল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বার কাউন্সিল সচিবালয়ের অফিস কক্ষে সংস্থার প্রতিনিধিদের কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করবেন।করোনা পরিস্থিতিতে আইনজীবীদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর এ ঘোষণার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের দেয়া হবে।
প্রণোদনার পুরো অর্থ বার কাউন্সিলের অ্যাকাউন্টে জমা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই চেকটা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাকাউন্ট আছে; সেখানে যাবে। বাংলাদেশ বার কাউন্সিল একটা নীতিমালা ঠিক করবে, তারা কীভাবে সেটা সারা দেশের আইনজীবীদের দেবে।’করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সরকার অর্থ বিতরণ করছে। এসব প্রণোদনা প্যাকেজ শেষ হওয়ার সময় ঠিক করা নেই। প্যাকেজগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান থাকবে।