এম সোহেল মাহমুদ
সিনিয়র স্টাফ রিপোর্টার
অবৈধভাবে চাল মজুদ করে চালের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে ০২ জুন ২০২২ ইং বৃহষ্পতিবার বাগেরহাট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এ সময় বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনাকালে মধুসূদন দাম এর মালিকানাধীন মেসার্স বরকত অটো রাইস মিলে কৃষি বিপনন আইন ২০১৮ মোতাবেক লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে অন্যায়ভাবে চাউল মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানটির কাছ থেকে একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
চাউলের বাজার স্হিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।