গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুরের বেকুটিয়া এলাকায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ( খুলনা-পিরোজপুর-বরিশাল সড়কের) উদ্বোধনের আগেই বিদ্যুতের লাইনের তামার তার চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভান্ডারিয়া ও কাউখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া বিদ্যুতের লাইন ও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানান কাউখালী থানার ওসি বনি আমিন।
গ্রেপ্তারকৃতরা হলো বেলায়েত হাওলাদার (৩০) জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের পুত্র, কবির হোসেন (৪২) জেলার ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র, তরিকুল ইসলাম (২০) জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের পুত্র, কাউছার হোসেন (২২)একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র, এবং ওহিদুল গাজী (২৫) একই গ্রামের হোসেন গাজীর পুত্র।
কাউখালী থানার ওসি বনি আমিন জানান, গত ৩০ জুন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ল্যাম্পপোস্টের নিচের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের থেকে কিছু বিদ্যুতের লাইন চুরির ঘটনা ঘটে। এ বিষয়টি কাউখালী থানায় জানানোর পরে পুলিশ এই বিদ্যুৎ লাইন চোর চক্রতে আটকের চেষ্টা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার পুলিশ জেলার ভান্ডারিয়া উপজেলার একটি ভাঙ্গারির দোকান থেকে চুরি যাওয়া তার উদ্ধার করে এবং ভাঙারির দোকানদার বেলায়েতকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বেলায়েতের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ভান্ডারিয়া ও কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে কবির হোসেন, তরিকুল ইসলাম, কাউছার হোসেন ও ওহিদুল গাজী কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলার রয়েছে। সেতুটির নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি দিয়েছে চীন। বাকি ২৪৪ কোটি টাকার সংস্থান করছে সরকার। ৪২৯ মিটার ভায়াডাক্টসহ সেতুর দৈর্ঘ্য ১৪২৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার (ডবল লেন)। পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু চলতি জুলাই মাসেই উদ্বোধনের কথা রয়েছে।