কালিয়া উপজেলা প্রতিনিধি,মোঃ আরমান হোসেন:
নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বাংলা ১ম পত্রের পরীক্ষার সময় বাংলা ২ য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরন করা হয়েছে।উপজেলার প্যারী শংকর পাইলট ম্যাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রের সচিব দীপ্তি রানি বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া একই উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়।তবে কেন্দ্রগুলোতে পরিক্ষার্থীদের মাঝে ওই প্রশ্নপত্র বিতরন করা হয়নি বলে দাবি করেছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর কর্তৃপক্ষ।
প্যারী শংকর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব দীপ্তি রানি বৈরাগীর ভাষ্যমতে,আজ বাংলা ১ম পত্রের পরীক্ষা ছিল,বহুনির্বাচনি একটি প্যাকেটের উপরে বাংলা ১ম পত্রের কোড থাকলেও ভিতরে বাংলা ২য় পত্রের প্রশ্ন ছিলো। পরীক্ষা কেন্দ্রের মোট ৯ টি কক্ষের ভিতর
৩ টি কক্ষের পরীক্ষার্থিদের বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র বিতরন করা হয়।কিছুক্ষণের মধ্যে বিষয়টি বুঝতে পেরে দ্রুত প্রশ্নপত্র গুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়।পরে বাংলা ১ম পত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
বাওইসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা বলেন,তার কেন্দ্রে আসা প্রশ্নপত্রের একটি প্যাকেটে বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্রের বদলে বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র ছিলো। তবে পরীক্ষার্থীদের মধ্যে বিতরনের আগে বিষয়টি নজরে আসে।
নড়াইল জেলা শিক্ষা অফিসার জানান,পরীক্ষা সঠিক প্রশ্ন দিয়ে যথাযথভাবে সম্পন্ন হয়েছে,তবে ওই পরীক্ষাকেন্দ্র গুলোর বিষয়য়ে তৎক্ষনাৎ যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে যেহেতু প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি থাকে,তাই অন্য সেটের প্রশ্ন দিয়ে বাংলা ২ য় পত্রের পরীক্ষা নেওয়া হবে।