সাগর মীর,ইতালী প্রতিনিধিঃ- ইতালীয়ান কোস্ট গার্ডের প্রহরায় সিসিলি দ্বিপের বন্দর এলাকায় ৫ নভম্বর ২২,শনিবার মধ্যরাতে নিয়ে আসা হয় জার্মান পতাকাবাহী উদ্ধারকারী এনজিও জাহাজ হিউম্যানিটি ওয়ান,কে।স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনস্থ ষ্টেট পুলিশ,প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ আধাসামরিক বাহিনী ক্যারাবিনিয়েরি সহ প্রশাসনের বিভিন্ন এজেন্সীর লোকজনের সরাসরি তত্তাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শুরু হয় জাহাজের ভেতরে থাকা অভিবাসন প্রত্যাশী ১৭৯ জনের স্বাস্থ্য পরীক্ষা।ইতালী সরকারের আন্তঃমন্ত্রনালয় সিদ্ধান্ত মোতাবেক এবং সদ্য কার্যকর হওয়া অধ্যাদশ অনুসারে শুধুমাত্র,গর্ববতি নারী,সন্তান সহ মা,অপ্রাপ্তবয়স্ক,শিশু এবং অসুস্থদের গ্রহন করা হয়।উপরোক্ত ক্যাটাগরির বাংলাদেশি সহ ১৫৫ জনকে নামিয়ে আনা হয় হিউম্যানিটি ওয়ান জাহাজ থেকে।বাকি ২৪ জন অভিবাসন প্রত্যাশিকে জাহাজ তেকে নামতে দেয়নি ইতালী প্রশাসন।সরকারি অধ্যাদেশ মোতাবেক উক্ত ২৪ জন অভিবাসি নিয়ে ইতালীয় উপকূল ছেড়ে আন্তর্জাতিক জলসীমানায় চলে যেতে আদেশ করেন উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি ওয়ান কে।প্রসঙ্গত উলেখ্য ঃ গত ৪ নভেম্বর ২২,শুক্রবার জার্মান ,নরওয়ে সহ চারটি উদ্ধারকারী জাহাজে বাংলাদেশি সহ ৯৮৫ জন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইতালীর দ্বীপ অঞ্চল সিসিলিতে সমুদ্র বন্দরে অস্থান করছিল।এর মধ্যে জার্মান ও নরওয়ে জাহাজে শিশু নারী অপ্রাপ্তবয়স্ক ছিল বেশি।