ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা মিলেছে স্থানীয় ক্লাব ফ্ল্যামেংগোর ফরোয়ার্ড পেদ্রোর। লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনোকে টপকে এই জায়গা দখল করেছেন ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। শৈশবের স্বপ্ন পূরণের মুহূর্তটা তাই কিছুটা অদ্ভুতভাবেই উদযাপন করেছেন সেলেসাও তারকা। ব্রাজিলের হেক্সা মিশনে বিশ্বকাপে যাচ্ছেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই বান্ধবী ফার্নান্ডা নোগুইরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।