হাফিজুর রহমান শিমুল ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবসহ ১৫ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের আগাম জামিন শেষে নিন্ম আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে সকল আসামীকে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আসামীগন হলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সরকারকে ও জুলফিক্কার আলী সাঁপুই, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুসহ শেখ আলমগীর হোসেন, জিএম রফিকুল ইসলাম, কাজী হুমায়ুন কবির ডাবলু, কাজী পলাশ, রেদাওয়ান ফেরদাউস রনি, বদিউজ্জামাল বদরু, সৈয়েদ হেমায়েত আলী, সৈয়েদ হাসানাত আলী, আব্দুস সবুর, জালাল উদ্দীন জালাল ও শহিদ উদ্দীন মোড়ল। তারা সকলে গত ০৪/১০/২২ তারিখে ৬ সপ্তাহের আগাম জামিন পান উচ্চ আদালত থেকে। জানাগেছে, উল্লেখিতরাসহ ২৮ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ১০/০৯/২২ তারিখে মামলা দায়ের করে থানার উপ পরিদর্শক আশিষ কুমার ঘোষ, মামলা নং ১৪/২৫৩।