রাইসুল ইসলাম নয়ন।। সৌদি আরবের ড. মরিয়ম বিন লাদেন সম্প্রতি খালিদ বিন হামাদ সুইমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ সাঁতার কেটে আলখোবার থেকে বাহরাইনের সালমান সিটিতে পৌঁছে এক অনন্য কীর্তি গড়েছেন।
এই চ্যালেঞ্জ, যা শারীরিক শক্তি ও মানসিক দৃঢ়তার এক পরীক্ষার মঞ্চ, ড. মরিয়মের জন্য এক অসাধারণ অর্জন। তার এই সাঁতার কেবলমাত্র একটি ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং সৌদি নারীদের জন্য এক অনুপ্রেরণা এবং ক্ষমতায়নের প্রতীক।
সাঁতারটি সম্পন্ন করার সময় ড. মরিয়মকে প্রতিকূল স্রোত এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তবে তার অদম্য ইচ্ছাশক্তি ও ধৈর্য তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।
ড. মরিয়ম, একজন প্রশিক্ষিত দন্তচিকিৎসক এবং মানবাধিকারকর্মী, এর আগেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। তার এই সাঁতার শুধুমাত্র সৌদি আরবের ক্রীড়াঙ্গনে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের সক্ষমতা এবং অবদানের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌদি আরবে ক্রীড়াক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং সাফল্যের প্রতীক হিসেবে এই অর্জন দেশের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।