আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধিঃ
৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও বেগম জিয়ার মুক্তির দাবিতে এবং ঢাকা সহ সকল বিভাগীয় গনসমাবেশ সফল করার উদ্দেশ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বাহরাইন।বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় কিউই রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে শাহ মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও দুলাল তালুকদার ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মোঃ ফয়সাল মাহমুদ চৌধুরী।গেষ্ট অব অনার ছিলেন বিএনপির সদ্য সাবেক সভাপতি সাবের আহমেদ,বিশেষ অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা খ ম আশরাফ,সাবেক উপদেষ্টা মিজানুর রহমান,রুহুল আমিন, প্রধান বক্তা ছিলেন সিরাজুল ইসলাম চুন্নু।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আব্দুল মোমিন,নাজমুল হাসান সোহাগ, হাজী ফজলুল করিম, মকবুল হোসেন,রফিকুল ইসলাম,সাচ্চু ভূইয়া,কবির মাহমুদ ভূইয়া,তানভীর আহমেদ তারেক চৌধুরী,রিয়াজ ইসলাম, সাইদুল ইসলাম বাচ্চু,আমান উল্লাহ আমান,আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থতা ও দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।