সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য কারিদের দল থেকে আজীবনের জন্য বহিস্কারের করা হবে বলে যানিয়েছেন ইতালী আওয়ামীগের শীর্ষ নেতারা।ইতালীর রোমে আয়োজিত এক সভায় সাংবাদিকদের একথা জানান তারা। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ থেকে ইতালী ফেরার পর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্ববায়ক জি,এম কিবরিয়াকে সংবর্ধনা দেয় ইতালী আওয়ামীলীগ।ইতালীর রোমে আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ত করেন ইতালী আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাহতাব হোসেন,নব নির্বাচিত সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয় আওয়ামীলীগের সিনিয়র সভাপতি কে,এম লোকমান হোসেন,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান,সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাঝী,হাজী মোঃ জসিম উদ্দিন,আবদুর রব ফকির,বাংলাদেশ ইতালী সমিতির সভাপতি আফতাব বেপারি।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক জি, এম কিবরিয়া বলেন দলে থেকে অনেকে বা যারা বিভিন্ন প্রভকান্ড করবে তাদের আওয়ামীলীগ করা থেকে চিরতরে নিষিদ্ধ করার নির্দেশ দেন ।উল্লেখ্য বাংলাদেশ প্রধানমন্ত্রী লিখিত অনুমোদন পাওয়ার পর গত ২৭ নভেম্বর বাংলাদেশ থেকে ইতালী আসেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক জি, এম কিবরিয়া।