রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ববিতে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইবিতে আবাসিক শিক্ষার্থীকে রুম থেকে বের করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে সেই বানরটার কথা মনে আছে? টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস কালিগঞ্জে চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগে আন্দোলন ছিলো ডাল-ভাতের জন্য, এখন দাবি মাছ-মাংসের দাম কমানোর : রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী পিতৃ-মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ হাফেজ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ। আজ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন শ্রী টি এস শিবজ্ঞানম।। মধ্যবিত্ত’র শুটিংয়ের প্রতিটি দিন আনন্দময় ছিল : শিশির কালিগঞ্জে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

 

এম হাফিজুর রহমান শিমুলঃ ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র বাস্তবায়নে বুধবার (১ ফেব্রুয়রি) কৃষ্ণনগর ইউনিয়নে বালিয়া ডাঙ্গা নারী দল রঞ্জিতা আক্তার বেবির বাড়িতে, কৃষ্ণনগর নারী দল ইতি পারভীনের বাড়িতে, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ সতর্কতা ও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন বিষয়ক সচেতনতা মূলক উঠানবৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠকে আবহাওয়া, জলবায়ু, দুর্যোগ কি, দুর্যোগের কারন, প্রভাব, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ কালীন সময়ে করনীয়, দুর্যোগের পরবর্তীতে করনীয়,অভিজোযন, প্রশমন ইত্যাদি বিষয় কে সামনে নিয়ে আলোচনা করা হয়। ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় প্রকল্পের অধীনে এ উঠান বৈঠক গুলিতে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বক্রিয় অংশগ্রহন করে। মাঠপর্যায়ে বাস্তবায়নকারী মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক বাংলাদেশ বিনির্মান ও সমগ্রীক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। আমরা যদি নারীর নেতৃত্ব বৃদ্ধি ও উদ্যোগী হওয়ার সুযোগ করে দেই তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সহজ হবে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহনকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়নকে উৎসাহ প্রদান করা। বৈঠকে অংশগ্রহণ কারীরা বলেন আমরা যদি নিয়মিত ভাবে উঠান বৈঠকে অংশগহন করি তাহলে আমরা দুর্যোগ বিষয়ে সচেতন হতে পারব এবং দুর্যোগকালিন সময়ে আমরা আমাদের করনীয় ঠিক করতে পারব। তাতে আমাদের জানমালের ক্ষয় ক্ষতির পরিমান অনেকাংশে কম হবে জীবন মান উন্নত হবে। বিকল্প আয়বদ্ধক কর্মসূচী গ্রহন করতে পারব। আশাকরি ক্রিশ্চিয়ান এইড জনস্বার্থে এধরনের কার্যক্রম দীর্ঘ মেয়াদী করবে।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com