খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম এর সভাপতিত্বে গত ডিসেম্বর-২০২৪ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গত ডিসেম্বর-২০২৪খ্রিঃ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।
গত ডিসেম্বর-২০২৪খ্রিঃ মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মাননীয় রেঞ্জ ডিআইজির নিকট হতে সম্মাননাসূচক ক্রেস্ট গ্রহণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ।
মাননীয় ডিআইজি সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।