বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন, পরবর্তী দিন ২৮ মার্চ ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ
দেশি-বিদেশী ব্রান্ডের ভিন্ন স্বাদের খাবার নিয়ে অনলাইন গ্রুপের ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কের’ উদ্বোধন!

দেশি-বিদেশী ব্রান্ডের ভিন্ন স্বাদের খাবার নিয়ে অনলাইন গ্রুপের ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কের’ উদ্বোধন!

 

 

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ইসিবি চত্বরে এসএস ডব্লিও মেগা ফুড পার্ক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় অনলাইন গ্রুপের কর্নধার খান মোহাম্মদ আক্তারুজ্জামানের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুনধারার খাবার শপ। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিঃআইজিপি মোঃ জামিল আহমেদ ।

উদ্ভোদনের পরে এ উপলক্ষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন নতুন প্রজন্মের কন্ঠ শিল্পীরা।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী,ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট তানভির রহমান , বসুন্ধরা এবিজি মিডিয়ার নির্বাহী পরিচালক মেহেদি হাসান বাবু , বাণিজ্য মন্ত্রণালয়ের অতিঃসচিব মনসুরুল আলমসহ আরো অনেকে ।

‘এএস ডব্লিও মেগা ফুড পার্ক ’ নামে এই প্রথম ক্যান্টনমেন্ট ও এর আশে পাশে এলাকায় মর্ডাণ
ফুডকোর্ট হিসেবে পরিচিতি পাবে।এখানে বিভিন্ন
দেশীয় আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনা,
ইটালীয়, থাই, চাইনিজ, ভারতীয়, কাবাব, স্যান্ড উইচ, প্যাষ্ট্রি, বার্গার, কেক, ওয়াফেল, ক্রেইপসহ উন্নত দেশের নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুড কোর্ট।

ফুড কোর্টের ভেতরে প্রাকৃতিক পরিবেশ শহরের আর কোনো , এ ধরনের ফুড কোর্টে নেই। এখানে প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশের মাঝে উপভোগ করতে পারবেন দেশি-বিদেশী বিভিন্ন ব্যান্ডের ভিন্ন রকম খাবারের সাধ। পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসা কিংবা কিছু মূহূর্ত আনন্দঘন পরিবেশে কাটানো যাবে প্রিয়জনদের সাথে‌ এই ফুডকোর্টে। এখানে বাচ্চাদের খেলার জন্য কিডস জোনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অনলাইন গ্রুপের কর্নধার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কে’ অনলাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আমি প্রাকৃতিক পরিবেশে ফুড কোর্টের আয়োজন দেখতে পেয়েছি। সেই ধারনা ও পরিকল্পনা থেকেই আমি আমার প্রিয় শহরে এই ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছি। এরই মধ্যে এটি ব্যপকভাবে সাড়া ফেলেছে।আগামীতে আমার আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন আরো ফুড কোর্ট প্রতিষ্ঠা করব’।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com