বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন

চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন

 

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করা চীনা বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বেলুন ধ্বংস করা নিয়ে নতুন কোনো স্নায়ুযুদ্ধও শুরু হবে না বলে জানিয়েছেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দাবি করা চীনের ‘গোয়েন্দা বেলুন’ ধ্বংস করা হয়। এর পর এই প্রথমবারের জনসমক্ষে এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন বাইডেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’বাইডেন জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই মার্কিন জনগণের স্বার্থ, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’তবে বাইডেন চীনা বেলুন এবং পরের তিনটি বস্তুর মধ্যে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, এই তিনটি বস্তু আসলে কী।’ এ সময় তিনি বস্তুগুলোর সঙ্গে চীনা সংশ্লিষ্টতা রয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, ‘এগুলো কোনো ধরনের বেসামরিক আকাশযান হতে পারে।বাইডেন বলেন, ‘এখনই নিশ্চিত করে বলা যায় না যে, এগুলো চীনের গুপ্তচর বেলুন বা অন্য কোনো দেশের ওপর নজরদারির সঙ্গে সম্পর্কিত। আমাদের গোয়েন্দাদের মূল্যায়ন হলো, এ তিনটি বস্তু সম্ভবত বেলুন, যা কোনো প্রাইভেট কোম্পানির গবেষণা প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল।’ বাইডেন আরও বলেন, ‘যদি কোনো বস্তু আমাদের দেশ এবং মার্কিন জনগণের জন্য নিরাপত্তার ঝুঁকি বয়ে আনে, তবে আমরা অবশ্যই সেগুলো ভূপাতিত করব।’

যদিও চীন দাবি করেছে, বেলুনটি কোনো বেলুন নয় বরং এয়ারশিপ এবং এটি কেবল আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে। নজরদারির মতো কোনো কাজে কখনো ব্যবহার করা হয়নি। চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরও তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে। সেগুলো কি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com