মারুফ সরকার,স্টাফ রির্পোটার: আর মাত্র ২ দিন পর ২১ ফেব্রুয়ারি । আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষার মাস ফেব্রুয়ারি।তাই এই মাস বাঙালির কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। ভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের চেতনা ও বাংলা ভাষা নিয়ে চিত্রনায়িকা তানিন সুবহা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা।যার জন্য এত আন্দোলন, এত ত্যাগ, এত প্রাণের বলিদান।অথচ সময়ের পরিক্রমায় আমরা সেই ভাষাটাকেই বিকৃত করছি।আমরা শুদ্ধভাবে কথা বলি না, শুদ্ধ উচ্চারণ করি না।লেখার সময় বানানের প্রতি মনোযোগ দেই না।অনেকেই মনে করেন, শুদ্ধভাবে বাংলা বলাটা তেমন আধুনিক না।
যদিও বাংলা ভাষার উৎপত্তি বহু ভাষার মিশ্রণে তবে এখনকার সময়ে এসে বাংলা অন্য ভাষার দ্বারা এতটাই প্রভাবিত যে তার নিজের যে স্বকীয়তা তা প্রায় হারাতে বসেছে।নিজের মাতৃভাষা, যা আমাদের শিকড়, আমাদের একান্ত পরিচয়, যাকে অর্জনের গল্প আমাদের গৌরবের, সেই ভাষার প্রতি আমরা কতটুকু সুবিচার করছি কখনো কী ভেবে দেখেছি? আমি চাইব, আমরা যেন সবাই বাংলা ভাষার চর্চা করি ও শুদ্ধভাবে নিজের ভাষায় কথা বলি।