বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন
ঢাকা, শনিবার, ২৫, মার্চ,২০২৩: দেশের প্রখ্যাত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সামির ভাই মাহিনুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি করেছে সংগঠনের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অন্যথায় দেশব্যাপী প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলারও হুশিয়ারী উচ্চারণ করা হয়।
সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, গত ১৭ মার্চ ২০২৩, সন্ধ্যা ৭টার দিকে ৪ জন দুষ্কৃতিকারী তার ছোট ভাই মাহিনূর’কে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসার সামনে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
এসময় মাহিনূর তার বাসার নীচে অবস্থিত গ্রোসারি থেকে কিছু প্রয়োজনীয় দ্রব্য কেনার উদ্দেশ্যে বের হয়। গ্রোসারি থেকে তার বাসার গেটের দূরত্ব ১০ মিটারেরও কম। আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার ভাইকে চারদিক থেকে ঘিরে ধরে এবং রাস্তা ব্লক করে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত আহত করে।
পেটানোর সময় তারা এই ঘটনার ভিডিও করে এবং বলে “তোর ভাই প্রধানমন্ত্রী নিয়ে লিখে? সরকার নিয়ে কথা বলে? সাংবাদিক? দেখ এখন” আমার ভাই যতই বলে সে কোন অন্যায় করেনি এবং সে কখনোই আমার সাথে সংশ্লিষ্ট না, তারপরেও তাদের কোন দয়া হয়নি। আমার ভাইকে পিটিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে রেখে ওই ৪ সন্ত্রাসী বীরদর্পে হেটে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা স্থানীয় ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন রশীদ জনির অনুসারী বলে বিশ্বস্ত সুত্রে জানাগেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব বলে জুলকারনাইন দাবি করেন।
তিনি ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাজ্যের ফরেন অফিসকেও জানানো হয়েছে। ইতিমধ্যে দেশ বিদেশি বিভিন্ন সংস্থা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জুলকারনাইন বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে ক্ষমতাধরদের কার্যকলাপের জন্যে জবাবদিহিতায় বাধ্য করা, দূর্নীতির মুখোঁশ উন্মোচিত করা আমার পেশা ও কর্তব্য। আর সেকারনে আমার ভাইকে আক্রমন করা কাপুরুষোচিত এবং চরম নিন্দনীয়।
এদিকে হামলার ঘটনায় মার্কিন দূতাবাস, সিপিজে,বিজেইএম,আলজাজিরা,ওসিসিআরপিসহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে।