খুলনার ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শাহপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম। এসময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান উন্নয়নে, করনীয় ও পরামর্শ বিষয়ে অলোচনা করা হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মহসীন আল মুরাদ, রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কবির হোসেন। সাবেক ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন,ইউপি চেয়ারম্যান মনোজীৎ বালা, শাহপুর বণিক সমিতির সভাপতি গাজী নিজাম উদ্দিন, এ এস আই শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তারা আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।