মাসখানেক হলো চাকরিজীবনে প্রবেশ করেছেন বাংলা সংগীতের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর। চাকরিতে প্রবেশের পর নিজ দায়িত্ব পালনে ব্যস্ত তিনি।কিছুদিন আগেই এ গায়ক জানিয়েছেন, তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সম্মতি দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার আসিফ জানালেন, সেই একই অনুষ্ঠানে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।