রাজধানীর সরকারি বাঙলা কলেজে পড়ুয়া বরিশাল বিভাগের বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের (২০১৯-২০) শিক্ষার্থী মোঃ মাহাদি ওয়াহেদ লিমন ।
(০৫-০৪-২৩) বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতি বাঙলা কলেজের উপদেষ্টা রুবেল হাওলাদার ও শিক্ষক মন্ডলীর উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ রুহুল আমিন । যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইশতিয়াক হোসেন (প্রমুখ)।
এছাড়াও উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে রয়েছেন মোঃ রুবেল হাওলাদার , মোঃ শহিদুল ইসলাম শান্ত , মোঃ রেজাউল করিম রেজা , ইসমাইল হোসেন সৌরভ, রাকিব হোসেন বাদশা ।
বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র সরকারি বাঙলা কলেজ শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহাদি ওয়াহেদ লিমন বলেন, ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমরা নিয়োজিত থাকতে চাই। বিশেষ করে বরগুনা জেলা থেকে আগত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে বাঙলা কলেজসহ ঢাকাস্থ যেকোনো জায়গায় তাদের সব ধরনের সহযোগিতা করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অবশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবনির্মিত কমিটি গঠন করার জন্য।