সর্বপ্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দান করেছেন।
গত ১৫ই জুন ছিলো আমার জন্মদিন!আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া।আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কবির নেওয়াজ রাজ ” আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি এবং নিজেকে যেনো আজীবন মানুষের নিয়োজিত রাখতে পারি।প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি গত ১৫ জুন আমার জন্মদিন উপলক্ষে ফেইসবুক,হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার,ইমো ও মুঠোফোনে কল করে এবং বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার জন্মদিনে উইশ করে,আমার জন্য যারা দোয়া ও ভালবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন,এবং যারা ব্যস্ততার কারণে শুভেচ্ছা জানাতে পারেনি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ,শুভেচ্ছা ও হৃদয়ের গভীর ভালোবাসা । আমাকে সবাই ভালবাসার যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা আমার জীবনে কখনো ভুলার মতো নয়। সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরণা জোগায়েছে।আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন।আমি কৃতজ্ঞ সকলের প্রতি,আমি সকলের ভালোবাসায় সিক্ত…
ধন্যবাদ সবাইকে ,আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি।যে যেখানে যে অবস্থায় আছেন ভাল থাকুন,সুখে থাকুন,শান্তিতে থাকুন।সবার প্রতি রইল শুভ কামনা।
ধন্যবাদান্তেঃ
কবির নেওয়াজ রাজ
এমএমএস”রাষ্ট্রবিজ্ঞান,সিসি”জার্নালিজম,এলএলবি।