প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে হাজারো মানুষ। স্কুল-মাদ্রাসা গামী শিক্ষক-শিক্ষার্থীর যাতায়াত থেকে শুরু করে সকল কৃষিপণ্য বাজারে নেওয়া, অসুস্থ রোগী আনা-নেওয়া সবই একটি মাত্র সড়ক ধরে চলে। তবু পাকা করা হয়নি নিভৃত পল্লী সিঙ্গুয়ারপাড়ের এ সড়কটি। ফলে বর্ষা এলে দুর্ভোগের অন্ত থাকে না এখানকার মানুষের।
জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রাম সিঙ্গুয়ারপাড়। যার অপর প্রান্তে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা। সিঙ্গুয়ারপাড় থেকে হালুয়াঘাট শহরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। অন্যদিকে নালিতাবাড়ী শহরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দাপ্তরিক কাজ ব্যতীত নিত্য প্রয়োজনে এখানকার মানুষের যাতায়াত হালুয়াঘাটেই বেশি। নালিতাবাড়ীর প্রত্যন্ত এ গ্রাম থেকে হালুয়াঘাটের সাথে সংযোগের এ সড়কটি দুই উপজেলার অন্তত ৫ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা।
কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে অসুস্থ মানুষের চিকিৎসায় বেশিরভাগ মানুষ ছুটেন হালুয়াঘাটে। বিশেষ করে, গর্ভবর্তী মায়েদের প্রসবকালীন সেবা পেতে এ সড়ক দিয়েই ছুটতে হয় হালুয়াঘাটের জয়রামকুড়া মিশনারী হাসপাতালে। বর্ষা এলেই হাঁটু পরিমাণ কাদায় চলাচল অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। অন্যান্য ছোট যানবাহন তো দূরের কথা, বাইসাইকেলটিও নিতে হয় হাঁটিয়ে বা কাঁধে উঠিয়ে। বর্ষাকালে অন্যান্যের মতো কাপড়-চোপড় নষ্ট হয়ে দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদেরও।
নালিতাবাড়ীর সিঙ্গুয়ারপাড় মির্জা বাজার পর্যন্ত সড়কটি পাকা করা হলেও মির্জাবাজার থেকে হালুয়াঘাটে যাতায়াতের কাচা সড়কটিতে একটি ইট পড়েনি আজও। দুই উপজেলার মাঝে মাত্র তিন কিলোমিটারের এ কাঁচা সড়কের অধিকাংশই হালুয়াঘাট উপজেলা। এমতাবস্থায় দুই উপজেলা থেকে পরিকল্পনা তৈরি করে দ্রুত সড়কটি পাকা করার দাবী ভুক্তভোগী এলাকাবাসীর।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম জানান, নালিতাবাড়ী শহর থেকে মির্জাবাজার পর্যন্ত যে রাস্তাটি সেটি পাকা। কিন্তু মির্জা বাজার থেকে নদীরপাড় হয়ে হালুয়াঘাট যে রস্তাটি, এটি এখনো কাঁচা। রাস্তাটি এতোটাই খারাপ যে, বর্ষাকাল এলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। কাছে হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই নিত্যপ্রয়োজনে হালুয়াঘাটে বেশি যাতায়াত করেন। প্রতিদিন অন্তত শ’খানেক অটো ছাড়াও রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলে মানুষ যাতায়াত করেন। এমনকি রোগী পর্যন্ত এ রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। অন্তত ৫-৬ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা এ রাস্তাটি।
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন জানান, নালিতাবাড়ী থেকে মির্জা বাজার পর্যন্ত রাস্তা ১৩ কিলোমিটার। মির্জা বাজার থেকে হালুয়াটের দূরত্ব ৮ কিলোমিটার। ফলে এখানকার অসংখ্য মানুষ হালুয়াঘাট যাতায়াত করেন। হালুয়াঘাটে যাতায়াতের একমাত্র এ রাস্তা দিয়ে শুধু সাধারণ মানুষই নন, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা নিতে অসংখ্য মা-বোনকে এ রাস্তা দিয়ে জয়রামকুড়া হাসপাতালে নিতে হয়। সংশ্লিষ্টদের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, আমি আশা করব অতিদ্রুত এ রাস্তাটি পাকা করা হবে।