বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

ভৈরবে জামাইয়ের দেনা পাওনাকে কেন্দ্র করে শুশুর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভৈরবে জামাইয়ের দেনা পাওনাকে কেন্দ্র করে শুশুর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব,(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

গতকাল ২৫ শে সেপ্টেম্বর সন্ধায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব কার্যালয়ে ফরিদা বেগম ও তার দুই মেয়ে জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন। তারা জানান লিবিয়া প্রবাসী জামাইয়ের দেনা পাওনা কে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর রবিবারে ইতালি প্রবাসী ফরিদা বেগমের বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুর করে নগদ সাড়ে ৩লাখ টাকাসহ ৩ ভুরি স্বর্ণালংকার লুটপাট করে বৃদ্ধা মহিলা ও শিশু সহ ৪ জন আহত হয়
এর প্রতিবাদে প্রতিপক্ষ রাশেদ মোল্লা গংদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ভুক্তভোগী ফরিদা বেগম ও তার দুই মেয়ে জানান,প্রবাসী ফারুক মিয়া লিবিয়াতে নিখোঁজ রয়েছে,তার সন্ধান পাওয়াগেলে সকলের পাওনা টাকা পাওয়ার নিশ্চিতয়তা দিলেও তারা তা না মেনে গত ২৪ সেপ্টেম্বর রাশেদ গং বাড়ীতে হানা দিয়ে আমার মা, খালা ও দুই বোন কে আহত করে টাকা স্বর্ণ অলংকার নিয়ে যায় এবং জীবন নাশের হুমকি প্রদান করে।
এই বিষয়ে ভৈরব থানায় অভিযোগ টি প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা প্রবাসী পরিবার, আমাদের পুরুষরা প্রবাসে থাকে, আমরা নিরিহ মহিলারা আতংকে জীবন যাপন করছি, প্রতিপক্ষ যে কোন সময় প্রাণে মেরে ফেলতে পারে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করছি।
এই বিষয়ে বিস্তারিত জানতে রাশেদ মোল্লা এর মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাদিকবার চেষ্টা করলে মোবাইল নাম্বার টি বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com