হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে জামায়াত বিএপির নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় শ্যামনগর সদর আ’লীগের আয়োজনে দেশব্যাপী জামায়াত বিএনপির নৈরাজ্যমূলক কর্মসূচীর প্রতিবাদে নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সহ সভাপতি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)। শ্যামনগর অস্থায়ী পৌরভবন চত্বর হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর মাইক্রো স্টান্ডে সমাবেশে রুপ নেয়। শ্যামনগর সদর আ”লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা আ’লীগের সদস্য মারুফ বিল্লাহ, আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সোহেল রানা বাবু,ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা, যুব লীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, উপজেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস দেলোয়ারা বেগম, শ্যামনগর সদর ইউনিয়নের সৈনিক লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুমন, উপজেলা সৈনিক লীগের আহবায়ক আব্দুর রব,কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগ নেতা সানাউল্লাহ সানা,আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কবির হোসেন, যুবলীগ নেতা নাজমুল হাসান সাদ্দাম, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াহিয়া খোকন সানা, সরকারী মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, যুবনেতা এস এম ফেরদাউস হায়দার, সরকারী মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার সহ উপজেলা, ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।